কাজী জমিরুল ইসলাম মমতাজ : বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ন্যায় বিচারের জন্য প্রয়োজন শিক্ষা, তাই শিক্ষা ছাড়া ন্যায় বিচার করা কঠিন। আওয়ামীলীগ সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে। যেকোন দেশের উন্নতির চাবিকাটি হল শিক্ষা। তাই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করার জন্য শহর গ্রামের ভেদাভেদ না করে প্রতিটি স্কুল কলেজকে এমপিওভূক্ত করছে এ সরকার। আওয়ামী লীগ সরকারের দুটি গুন একটি হল রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা রক্ষা করা আর অন্যটি হল ন্যায় বিচার। গ্রাম অঞ্চলে বিচার সালিশে ন্যায় বিচার হলে ৩০ থেকে ৪০ ভাগ বিভেদ গ্রামেই শেষ করা সম্ভব। প্রতিমন্ত্রী আরও বলেন গরীবের হক মেরে খাবেননা। আগে গরীবের অধিকার ঠিকিয়ে রাখার চেষ্টা করবেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন আপনাদের অফিসে গরীব অসহায় গ্রামের সহজ সরল মানুষ আসলে তাদেরকে বসতে দিবেন, ধৈর্য্য সহকারে তাদের নালিশ শুনে ব্যবস্থা নিবেন, তাদেরকে অবহেলার চোখে দেখবেন না। সরকারের বরাদ্দকৃত সৌর বিদ্যুৎ, টিউবওয়েল খেটে খাওয়া গরীব অসহায় মানুষ যেন পায়। দক্ষিণ সুনামগঞ্জে ৫ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনার দায়িত্ব বিজ কর্তৃক গ্রহন করায় দক্ষিণ সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে তিনি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সকলের উদ্দেশ্য করে বলেন ব্যাক্তিস্বার্থ, হিংসা, প্রতিহিংসা ত্যাগ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে নৌকার পক্ষে কাজ করতে হবে, না হয় গরীব অসহায় মানুষের বিরাট ক্ষতি হয়ে যাবে। রবিবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জের ডূংরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে বিজ কর্তৃক ৫ টি প্রাথমিক বিদ্যারয়ের দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী । বাংলাদেশ এক্রটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে ও বিজ এর উপ-নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, প্রবীন মুরব্বী মাস্টার সিরাজুর রহমান, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী তহুর আলী, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, প্রবীন মুরব্বী হাজী আলমাছ আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী হাসনাত হোসেন, যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, কৃষকলীগনেতা মইনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল , সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম, আল মাহমুদ সুহেল প্রমুখ
Leave a Reply