সিলেট অফিস:; সিলেটে বর্বরোচিতভাবে শিশু সামিউল আলম রাজনকে হত্যাকান্ডের অন্যতম পাষন্ড ঘাতক কামরুল ইসলামকে জেদ্দা পুলিশ গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র এমনটি জানিয়েছে। সিলেট মহানগর পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উলাহ কে জানান, কামরুল ইসলামকে জেদ্দা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। তাকে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে। গত বুধবার সিলেট নগরীর কুমারগাঁওয়ে রাজনকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। তার লাশ গুম করার চেষ্টাকালে জনতার সহায়তায় পুলিশের হাতে আটক হয় হত্যাকারীদের অন্যতম মুহিদ আলম।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় আটক মুহিদ আলম (২২) ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়েছে।
এরমধ্যে কামরুল ইসলাম আগে থেকেই সৌদি প্রবাসী ছিল। সে গত ৬ রমজান দেশে এসেছিল। এরপর গত বুধবার রাজন হত্যাকান্ডের দুইদিন পর, শুক্রবার কামরুল দেশ ছেড়ে পালিয়ে যায় বলে গুঞ্জন সৃষ্টি হয়। তবে সোমবার বিকেল পর্যন্ত এ ব্যাপারটি নিশ্চিত করেনি সিলেট্ মহানগর পুলিশ এবং ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।গুঞ্জন সৃষ্টির ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উলাহ বলেছিলেন, ‘পুলিশ এ গুঞ্জন শুনেছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হয়েছে।’ওসমানী বিমাবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহকারি কমিশনার আবদুল মাহবুদ জানিয়েছিলেন, ‘কামরুল দেশ ছেড়েছে এমন তথ্য তার জানা নেই।’
Leave a Reply