স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে গড়গড়ি একতা ফুটবল ২য় টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলার মীরপুর ইউনিয়নের লামা টুকেরবাজার মাঠে বৃহস্পতিবার বিকেলে গড়গড়ি একতা স্পোটিং ক্লাবের উদ্যোগে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি কয়েছ আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহেদ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল জব্বার, হাজী আছকির আলী,হাজী আছমত আলী, হাজী ওয়ারিয়াছ আলী, হাজী আঙ্গুর মিয়া,হাজী খোয়াজ আলী, হাজী তাজউল্লাহ, হাজী ওয়াহিদ আলী,আমেরিকা প্রবাসী নেছাওর আলী, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম,আশিক মিয়া,আঙ্গর আলী প্রমুখ। বিকাল ৪টার ফাইনাল ম্যাচে গোল্ডেন ইয়াং পাটলী চক ফুটবল ক্লাব ও বিশ্বনাথের ভাটিপাড়া প্রগতি ফুটবল ক্লাব অংশ নেয়। নির্ধারিত সময়ের মধ্যে খেলাটি গোল শূণ্যভাবে শেষ হয়। পরে ট্রাইবেকারে গোল্ডেন ইয়াং পাটলী চক ফুটবল ক্লাব ০১ শুন্য গোলে হারিয়ে ভাটিপাড়া প্রগতি ফুটবল ক্লাব শিরোপা জিতে নেয়।
পরে বিজয়ী ও রানার্স আপ এবং খেলায় তৃতীয় স্থান অধিকারী বিশ্বনাথের সুহেল স্পোটিং ফুটবল ক্লাবের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি বড় ফ্রীজ এবং তৃতীয় পুরস্কার একটি রঙ্গিন ২১ ইঞ্চি টেলিভিশন ছিল।এর পূর্বে অতিথিদের মধ্যে গড়গড়ি একতা স্পোটিং ক্লাবের নেতৃবৃন্দ ক্রেষ্ট প্রদান করেন।
Leave a Reply