জগন্নাথপুর২৪ ডেস্ক ::কাতারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আফছার উদ্দিন চৌধুরী রাজু (২৯) নামে এক যুবক খুন হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কাতারে সিআইডি পুলিশে কর্মরত ছিলেন আফছার উদ্দিন চৌধুরী রাজু। গত ৯ মার্চ রাতে কাতার সিআইডি পুলিশের সাথে এক অপারেশনে গিয়ে নাইজেরিয়ান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।
নিহত রাজু কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের মো. আব্দুল আউয়াল চৌধুরীর একমাত্র ছেলে।
এদিকে, রাজু নিহতের খবরে পুরো কুলাউড়া উপজেলায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজুর বাবা আব্দুল আউয়াল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন তিনি।
Leave a Reply