1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
‘সিরিয়ায় শিশুহত্যা বন্ধ করো’ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে সড়কে বালু-পাথর রেখে জনদুর্ভোগ সৃস্টি, ভ্রাম্যমান আদালতের জরিমানা আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদের: ড. ইউনূস মহানবী (সা.)-এর সাহরি ও ইফতার ছাতকে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় জগন্নাথপুর ইয়াং স্টারের নতুন কমিটি গঠন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রুহুল শেখ হাসিনার বিচার হবেই, এতে কোনো সন্দেহ নেই: ড. ইউনূস ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে: ওয়াহিদউদ্দিন মাহমুদ রোজা না রাখার ভয়াবহতা জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছয় দোকানে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা

‘সিরিয়ায় শিশুহত্যা বন্ধ করো’

  • Update Time : শুক্রবার, ২ মার্চ, ২০১৮

জগন্নাথপুর২৪ ডেস্ক::সিরিয়ায় নির্বিচারে গণহত্যা ও শিশুহত্যা বন্ধ করার দাবি জানিয়েছে লাইফ এইড বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। এই হত্যার পেছনে যারা আছে, তাদের বিচার করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

শুক্রবার বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সিরিয়াতে ধারাবাহিক বোমা হামলায় নির্বিচারে হত্যা চলছে। হত্যাকাণ্ডের শিকার বেশির ভাগই শিশু। এই শিশুদের অপরাধ কী?

সংগঠনটির সভাপতি নেসার উদ্দিন বলেন, সিরিয়ায় যা চলছে, তা ন্যক্কারজনক। শিশুদের হত্যা করা কোনোভাবেই কাম্য নয়। একদিকে মিয়ানমারে মুসলিম হত্যা করা হয়েছে, অপর দিকে সিরিয়ায় শিশু হত্যা করা হচ্ছে।

আইনজীবী সুমন মণি বলেন, ‘সিরিয়াতে যা চলছে, তা নিয়ে মনোবেদনা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের। সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করে, কিন্তু রাস্তায় নামে না। দেশের বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মীদের এ জন্য ধিক্কার জানাই। মুসলমানদের ওপর নির্যাতন, গণহত্যায় তাঁরা নির্বাক থাকেন।’

এই মানববন্ধনে সংহতি প্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনটির নেতা তোফায়েল গাজী মানববন্ধনে বলেন, ‘গোটা পৃথিবীতে সাম্রাজ্যবাদী শক্তির কাছে মুসলমানেরা জিম্মি হয়ে আছে। এটা রুখে দাঁড়ানোর সময় এসেছে। প্রতিবাদ না করলে এটা আরও বাড়তেই থাকবে, বাংলাদেশেও একদিন এমন অবস্থা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com