রুমানুল হক রুমেন :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এসোসিয়েশন ফুটবল লীগের দুটি সেমিফাইনাল খেলা আগামি ২৬ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে সোমবার ও মঙ্গলবার বেলা ৩:০০ ঘটিকার সময় পৌর শহরে স্হানীয় হারুনুর রশিদ হিরন মিয়া স্টেডিয়ামে অনুস্টিত হবে। ২৬ ফেব্রুয়ারি সোমবার ১ম সেমিফাইনালে মুখামুখি হবে লীগের দুটি শক্তিশালী দল জুয়েল এফ সি ইকড়ছই বনাম রানীগঞ্জ স্পোর্টিং ক্লাব। ২৭ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ২য় সেমিফাইনালে মুখামুখি হবে লীগের এখন পর্যন্ত দর্শকদের সুন্দর ফুটবল উপহার দেওয়া ইকড়ছই ফুটবল একাডেমি বনাম সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি।
জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক আনা মিয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply