জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:একাদশ শ্রেণিতে যারা ভর্তি হতে পারেনি, তারা কোনো প্রকার বিলম্ব ফি ছাড়াই আগামী তিন সপ্তাহের মধ্যে ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এসময় ভর্তি জটিলতার জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী জানান, চারটি পর্যায়ে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এবার অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়টি বড় ও ব্যাপক। কিন্তু আমাদের প্রযুক্তিগত ক্ষমতা ও দক্ষতা সীমাবদ্ধ। তাই এ বিশদ কর্মকাণ্ডে কিছু ত্রুটি হয়েছে। কেউ সঠিক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি, এক কলেজের জায়গায় অন্য কলেজের নাম চলে গেছে, এমনকি ছেলেদের কলেজে মেয়েদের নাম চলে গেছে। এমন অনেক ভুলত্রুটি হয়েছে। এ কারণে আমাদের যে সব প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও শ্রদ্ধেয় দেশবাসী সমস্যায় পড়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
এবার নতুন পদ্ধতিতে ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী একাদশে ভর্তিতে আবেদন করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, রোববার পাওয়া সর্বেশেষ তথ্য অনুযায়ী ৯ লাখ ২৩ হাজার ১০৫ জনের ভর্তি সম্পন্ন হয়েছে।
Leave a Reply