জগন্নাথপুর২৪ ডেস্ক :: হবিগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় জালাল মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের শায়েস্তানগর ঈদগার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জালাল মিয়া সদর উপজেলার এড়ালিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, জালাল মিয়া হেঁটে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি ইমাগাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply