জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: মুসলিমদের ভারতে থাকা উচিত না, তাদের বাংলাদেশ বা পাকিস্তানে চলে যাওয়া উচিত।’ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি বিনয় কাটিয়ার এমন মন্তব্য করেছেন। বার্তা সংস্থা এএনআই এর বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এমপি বিনয় কাটিয়ার বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলের প্রতিষ্ঠাতা। তিনি আরো বলেছেন, ‘যারা বন্দে মাতরম’কে সম্মান করবে না, জাতীয় পতাকার অসম্মান করবে বা পাকিস্তানি পতাকা উত্তোলন করবে তাদের শাস্তির বিধান রেখে পার্লামেন্টে একটা বিল আনা উচিত।’
খবরে বলা হয়, ভারতের তেলাঙ্গনা রাজ্যের রাজনৈতিক দল এআইএমআইএম (অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন) এর প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসির এক দাবির জবাবে এমন মন্তব্য করেছেন বিনয় কাটিয়ার।
যারা ভারতীয় মুসলিমদের ‘পাকিস্তানি’ বলে তাদের শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছিলেন আসাদুদ্দিন। এরপরই বিজেপি এমপি মুসলিমদের নিয়ে এমন মন্তব্য করলেন। আসাদুদ্দিনের নাম না নিয়েই এ মন্তব্য করেন তিনি।
‘মুসলিমরা দেশভাগের জন্য দায়ী’ দাবি করে বিনয় বলেন, ‘তাদের এ দেশে থাকাই উচিত না। তারাই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করেছিল, কাজেই তাদের এখানে থাকা কেন? তাদের আলাদা ভূখণ্ড দেয়া হয়েছিল। তাদের পাকিস্তান বা বাংলাদেশে চলে যাওয়া উচিত। এখানে তাদের কি কাজ।’
Leave a Reply