জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: রেল লাইনের ওপর শুয়ে ছিলেন ভারতের কাশ্মীরের এক যুবক। সামনে চলন্ত ট্রেন। কিন্তু বিন্দুমাত্র ভয় না পেয়েই চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়লেন তিনি। এরপর দেহের উপর দিয়ে ট্রেন চলে যেতেই আনন্দে চিৎকার করে ওঠলেন ওই যুবক। ওই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হযে গেছে। অনেকে অবশ্য তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন আগে ওই যুবকের ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে কাশ্মীরি পোশাক পরা ওই যুবককে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়তে দেখা যায়। যদিও ট্রেন চলে যাওয়ার পরে তার কোনো ক্ষতি হয়নি। তবে ভিডিওটি কাশ্মীরের ঠিক কোথায় বা ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী উমর আবদ্দুলা টুইটারে ভিডিওটি পোষ্ট করে ঘটনার প্রতিবাদ করেছেন। শুধু উমর আবদ্দুলাই নয়, এই ভিডিওর নিন্দায় সরব হয়েছেন অনেকেই। এটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। সূত্র: জিনিউজ।
Leave a Reply