রুমানুল হক রুমেন ::জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের ১৪তম ফুটবল কাপ টুর্নামেন্টের আজকের (সোমবার) দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে।
পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া ষ্টেডিয়ামে দিনের প্রথম খেলায় অংশ নেয় এম,কে গেলাষ্টিক ফুটবল ক্লাব ও ইসলামপুর এফসি ক্লাব। নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষ গোল করতে না পাপায় ম্যাচটি গোল শুন্য ড্র হয়। অপর খেলায় চিলাউড়া এফসি ক্লাব ০২-০১ গোলে এম,কে গেলাষ্টককে হারিয়েছে। দুই খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মাহবুবুর রহমান ভূঁইয়া, প্রতাব মিয়া ও কবির মিয়া হীরা।
Leave a Reply