1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
যুক্তরাজ্যে প্রথম মুসলিম নারী মন্ত্রী হলেন নুস ঘানি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
১১ দিনে রেমিট্যান্স এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার জগন্নাথপুরে আদর্শ মহিলা কলেজের নতুন বছরের ক্যালেন্ডার উম্মোচন জগন্নাথপুরে কাজের কথা বলে আশ্রয়, অত:পর স্বর্নালঙ্কারসহ ৩০ লাখ টাকার মালামাল নিয়ে চস্পট জগন্নাথপুরে জয় বাংলা লেখার প্রতিবাদে মানববন্ধন মৌলভীবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : থানায় স্বামীর আত্মসমর্পণ শান্তিগঞ্জে হাওরে পড়েছিল যুবকের নাক-কান কাটা মরদেহ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা সম্পদ কাউকে অমর করে না ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান-ফখরুল-খসরু তিন সেতুর তিন রূপ / দুর্ভোগের যেন শেষ নেই জগন্নাথপুরবাসীর

যুক্তরাজ্যে প্রথম মুসলিম নারী মন্ত্রী হলেন নুস ঘানি

  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮
  • ৩০৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে পরিবহন মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নুস ঘানি। তিনি কাশ্মীরি-বংশোদ্ভূত নুস ঘানি বৃহস্পতিবার প্রথমবারের মতো হাউস অব কমনসের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। নুস ঘানি গত সপ্তাহে এ দায়িত্ব পান। খবর আনন্দবাজার পত্রিকার।

কাশ্মীর থেকে যুক্তরাজ্যে অভিবাসন নেয়া বাবা-মায়ের সন্তান ঘানির জন্ম বার্মিংহামে। ২০১০ সালে ওই এলাকা থেকে কনজারভেটিভ পার্টির প্রার্থী হওয়ার আগে ঘানি যুক্তরাজ্যের বৃদ্ধদের সহায়তা ও স্তন ক্যান্সারের প্রাদুর্ভাব মোকাবিলার জন্য অর্থ সংগ্রহের কাজ করেছেন। এছাড়া তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডেও কাজ করেছেন।

২০১৫ সালে কনজারভেটিভ পার্টির প্রথম মুসলিম নারী এমপি হিসেবে নির্বাচিত হন। এরপর ২০১৭ সালের নির্বাচনে জিতে ইতিহাস গড়েন। মন্ত্রী হিসেবে হাউস অব কমনসে প্রথম অংশ নেয়ার পর টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন নুস ঘানি। এতে তিনি লেখেন, ‘যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হিসেবে আমার সূচনায় একটি ছোট ইতিহাস হয়ে গেছে। প্রথম মুসলিম নারী হিসেবে হাউস অব কমনসের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিয়েছি।’

গত সপ্তাহে প্রধানমন্ত্রী থেরেসা মের নতুন বছরের রদবদলের অংশ হিসেবে ৪৫ বছর বয়সী নুস ঘানিকে পরিবহন মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। সংসদে ক্ষমতাসীন দলের সহকারী হুইপ হিসেবেও নিয়োগ পেয়েছেন তিনি।

বিবৃতিতে ঘানি বলেন, ‘দুটি দায়িত্বই আমার জন্য রোমাঞ্চকর ও সাহসী সুযোগ। উইয়েলডেনের এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই পরিবহন বিষয়টি নিয়ে আমি মনে প্রাণে প্রচারণা চালিয়ে আসছি। তবে মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরেও আমি উইয়েলডেনের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠব- আর আমাকে নির্বাচনকারীদের সেবা করে যেতে হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com