জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনিচর থেকে ইন্তাজ আলী ওরফে হাসির (৬০) নামের ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইন্তাজ আলী ওরফে হাসি উত্তর কালনিচরের মৃত কছির আলীর ছেলে। তাকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
Leave a Reply