স্পোর্টস ডেস্ক:২০তম জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন লীগ এর ৩য় ম্যাচে মুখোমুখি হয় ইয়্যাংম্যান ক্রিকেট ক্লাব বনাম সবুজ বাংলা ক্রিকেট ক্লাব
টসে জয়লাব করে সবুজ বাংলা ক্রিকেট ক্লাব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৩২ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রান করতে সক্ষম হয়
২৩৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে শিপনের ৯৫ রানের উপর ভর করে ২ ওভার বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে লক্ষে পৌছে যায় ইয়াংম্যান ক্রিকেট ক্লাব
শর্ট স্কোর,,,,
সবুজ বাংলা–২৩৩/৯ _ ৩২অভার
হোসেন আলী- ৫৩ রান (২৩)
সুমন- ৩৯ রান (৩৯)
নাসির- ৩৮ রান (২৮)
ইয়াংম্যান ক্রিকেট ক্লাবের
মো: রাসেল ৭ অভারে ৪৬ রানে ৪ উইকেট লাভ করেন
ইয়্যাংম্যান-২৩৪/৭ _ ৩০অভার
শিপন- ৯৫রান (৫৯)
তুফায়েল- ৫৮রান (৪৯)
রাসেল-১৪রান (২৩)
সবুজ বাংলার পক্ষে
আশরাফুল- ৭অভারে ৩৭ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন
ব্যাটিংয়ে ৯৫ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইয়াংম্যান ক্রিকেট ক্লাবের শিপন
Leave a Reply