স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দুপুর ১টার দিকে পৌরশহরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গন থেকে বাদ্যযন্ত্রসহ এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের করে উপজেলা ছাত্রলীগ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আব্দুস আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুমেন আহমদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এম,এ মান্নান। প্রধান অতিথির বক্তব্যে এম,এ মান্নান বলেন, জাতির পিতা বঙ্গন্ধুর প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির ইতিহাস গৌর্বোজ্জল। দেশ ও জাতির কল্যান ও অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। সেই ধারাবাহিতকায় বজায় রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।
সভায় প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা বিজন কুমার দেব, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা সাবেক ছাত্রনেতা আলতাবুর রহমান মিতা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি এম, ফজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নিজামুল হক জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক লিটন আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানি, সায়মন হোসেন, আব্দুল মোমিন, আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, ছায়াদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সজীব রায় দূর্জয়সহ বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট ও জগন্নাথপুরের স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
Leave a Reply