জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ কিংবা স্ত্রীর বিরুদ্ধে স্বামীর। এটা নতুন কিছু নয়। আদিকাল থেকেই এমন অভিযোগ নারী-পুরুষদের বিরুদ্ধে করে আসছে। কিন্তু এবার যে অভিযোগ উঠেছে তা রীতিমত বিস্ময়ের জন্মই দিয়েছে।
এক নারী পুরুষ সেজে বিয়ে করেছেন আরেক নারীকে। তাও আবার একটি নয় দুটি নয়, তিন তিনটি বিয়ে করেছেন তিনি। আর তৃতীয় বিয়ে করেই সর্বনাশ। খেয়ে গেলেন ধরা।
ভারতের অন্ধ্রপ্রদেশের ঘটেছে এমন ঘটনা। রমা দেবী নামে এক নারীর বিরুদ্ধে কাডাপা জেলার জন্মালাদুগুতে অভিযোগ করেন এক কিশোরী। অভিযুক্ত রমা দেবী সম্পর্কে ওই কিশোরীর স্বামী।
কাজের সূত্রে তাদের পরিচয়। কর্মক্ষেত্রে কিংবা কাজের বাইরে সব সময় পুরুষের মতই পোশাক পড়তেন রমা দেবী। সেখান থেকেই মন দেয়া নেয়া। রমাদেবী যে মেয়ে সেটা টেরই পায়নি নাবালিকা মেয়েটি। এরপর বিয়েও হয় তাদের। কিন্তু তারপরই ঘটনা আসে প্রকাশ্যে। আর সব কিছু পরিবারকে জানায় এ নাবালিকা।
এরপর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আটক হয় রমা দেবী। বেড় হয়ে আসে আরও গোপন খবর। এর আগেও এই ভাবে প্রতারণা করে আরও দুইটা বিয়ে করেছিলেন তিনি।
Leave a Reply