জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::সামনের বছর থেকে বদলে যাচ্ছে ব্রিটিশ পাসপোর্ট। অক্টোবর ২০১৯ এর পর থেকে ইইউ সদস্যপদ অধীনে ব্রিটিশ পাসপোর্টের বর্তমান লাল রং পরিবর্তন হয়ে গাড় নীলের সঙ্গে সোনালী লেখা পাসপোর্ট প্রতিস্থাপন হতে যাচ্ছে।
ব্রিটিশ হোম অফিস জানিয়েছে, গাড় নীল সংস্করণ আগামী বছরের শরত্কালে চলে আসবে, যখন বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।
১৯২১ সালে প্রথম ব্যবহার করা হয়েছিলো নীল রঙের পাসপোর্ট। ব্রেক্সিট এমপিদের একটা প্রচারণার অংশই ছিল যে তারা আবার নীল কাভারের পাসপোর্ট ফিরিয়ে আনবেন। আর তাই নতুন সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেছেন ব্রেক্সিট সমর্থকরা।
Leave a Reply