জগন্নাথপুর টোয়েন্টিফোর ডেস্ক-জগন্নাথপুর উপজেলা যুবদল ক্যাডার আব্দুর রবকে (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
জানা গেছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ পৌর শহরের একটি রেস্তোরায় অভিযান চালিয়ে যুবদল ক্যাডার আব্দুর রবকে আটক করে থানায় নিয়ে আসে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, সিলেট ও সুনামগঞ্জে বিভিন্ন সহিংসতায় জড়িত থাকার দায়ে যুবদল ক্যাডার আব্দুর রবকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অতি সম্প্রতি জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর-ভবেরবাজার সড়কে যাত্রীবাহী বাসে হামলার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে তথ্য রয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
Leave a Reply