স্টাফ রিপোর্টারঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক(পলিসি এন্ড অপারেশন) এবং সরকারের যুগ্ম সচিব মো: আনোয়ারুল হক সার্বজনীন প্রাথমিক শিক্ষাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সংশ্লিষ্টদের নিবেদিত হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমাদের অফিস করার যে মানসিকতা-এটা থেকে বেরিয়ে আসতে হবে। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদেরকে ভিশন-মিশন নিয়ে কাজ করতে হবে। মনমানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তবেই, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। মঙ্গলবার সকালে সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই ওরিয়েন্টেশনের আয়োজন করে। প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক তাহমিনা খাতুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক বাদশা মিয়া, জেলা শিক্ষা অফিসার নূরুল ইসলাম, সিলেট পিটিআই’র সুপার শামীম আরা বেগম। প্রধান অতিথি বলেন, প্রাক-প্রাথমিক শিক্ষার আওতায় ৪-৬ বছর বয়সী প্রায় ৩১ লাখ শিশুকে সরকার এরই মধ্যে এনরোলমেন্টের আওতায় নিয়ে এসেছে। বাকি ৪ লাখ শিশুকেও আমরা এর আওতায় নিয়ে আসতে চাই। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রাক-প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে- ৪-৬ বছর বয়সী সকল শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য যোগ্য করে গড়ে তোলা। ২০১০ সালে এই প্রকল্পের কাজ শুরু হয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে। দিনব্যাপী এ ওরিয়েন্টেশন পরিচালনা করেন-সহকারী জেলা শিক্ষা অফিসার মো: আমিরুল ইসলাম। এতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টররা অংশ নেন।
<
Leave a Reply