রুমেন আহমদ পাটলী থেকে:: জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নে সমন্বিত উন্নয়ন উদ্যোগ (সিডিআই) কার্যক্রম বাস্তবায়ন-২০১৭ উপলক্ষে ৩ দিন ব্যাপী কার্যক্রম গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের সহযোগীতায় উপজেলা প্রশাসন জগন্নাথপুরের বাস্তবায়নে এ কার্যক্রম ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এতে Education,immunization,contraception,nutrition and sanitation ছাড়াও মাতৃস্বাস্থ্য প্রতিবন্ধিতা এবং ভূমিহীন ও গৃহহীন কার্যক্রম সুষ্টুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে কার্যক্রম চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামস উদ্দিন, পরিবার পরিকল্পনা অফিসার এখরামুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়,প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজাসহ প্রশাসনের বিভিন্নদপ্তরের কর্মকর্তাকর্মচারী জনপ্রতিনিধিবৃন্দ বক্তব্য দেন।
Leave a Reply