হবিগঞ্জ সংবাদদাতা:: হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। শনিবার হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইছাক আলী, ফিরোজ আলী, শাহাব উদ্দিন, নায়েব আলী, রুনা আক্তার, সানু মিয়া, সাজ মিয়া, তৈয়ব আলী, হাবিব উল্লাহ, রুবেল মিয়া, শাহেদা আক্তার, হারুন মিয়া, জমরুত আলী, আয়াত আলী, সিরাজুল ইসলাম, লুৎফুন্নেছা বেগম, কিতাব আলী, জলিল মিয়া, মাফিয়া আক্তারকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে ওই গ্রামের ফিরোজ আলীর একটি গরু একই গ্রামের ইসহাক আলীর আমন ধানের জমিতে চারা খেয়ে জমি নষ্ট করে। এ দৃশ্য দেখে ইসহাক আলী গরুটি আটক করে বাড়ি নিয়ে যান।
খবর পেয়ে ফিরোজ আলী গরু ফিরিয়ে আনতে গেলে ইসহাক আলীর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
Leave a Reply