স্টাফ রির্পোটার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন, বর্তমান সরকার আত্মনর্ভশীল জাতি গঠনে কাজ করছে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন প্রশিক্ষনসহ নানা পদক্ষেপ গ্রহন করেছে। সরকারের পাশাপাশি যুব ও যুব মহিলাদেরকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলার আহবান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত উপজেলা পর্যায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা যুব ও ক্রীড়া স্থানীয় কমিটিরি সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ পেয়ার আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আমির আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, প্রেসক্লাব সভাপতি শংকর রায়। অন্যান্যোদের মধ্যে শেখ নুরুজ্জামান, আহছানুল হক প্রমুখ।
Leave a Reply