হাবিবুর রহমান হাবিব যুক্তরাষ্ট্র থেকে:: যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একটি প্রাচীন চার্চে বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
ক্যারোলিনা রাজ্যের চার্লেস্টন শহরে স্থানীয় সময় বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) এ ঘটনা ঘটেছে।
মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর দিয়েছে বিবিসি, এবিসি নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
রাজ্যে হামলার শিকার মাদার ইমানুয়েল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন চার্চ। এটি প্রতিষ্ঠা হয়েছিল ১৮১৬ সালে।
হামলায় অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হলেও প্রথমে হতাহতের বিষয়ে চার্লেস্টন পুলিশ নিশ্চিত করেনি।
অবশ্য পরে সিটি পুলিশ প্রধান গেগ্রিল গণমাধ্যমকে বলেন, বন্দুকধারীর হামলায় চার্চের ভেতরেই ৮ জন মারা যান। এর কিছুক্ষণ পর মারা যান আরো একজন।
গণমাধ্যমে বলা হয়, ১১০ ক্যালহুন স্ট্রিটের ২০০ বছরের পুরনো ওই চার্চে হামলাকারী ব্যক্তিটি শ্বেতাঙ্গ যুবক বলে টুইটারে জানিয়েছে চার্লেস্টন পুলিশ। আনুমানিক ২১ বছর বয়সী ওই হামলাকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
মার্কিন গণমাধ্যমগুলো বলেছে, হামলার সময় চার্চের ভেতর সভা চলছিল।
Leave a Reply