1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
যুক্তরাষ্ট্রে কাজের ভিসা নবায়নে নতুন নীতিমালা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসা নবায়নে নতুন নীতিমালা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৩৫৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::যুক্তরাষ্ট্রে অভিবাসী নন, কিন্তু পেশাগত কাজের সূত্রে আছেন, তাদের ভিসা নবায়নে নতুন করে জটিলতা তৈরি করেছে মার্কিন প্রশাসন। যা এইচ-১বি ও এল১ নামে পরিচিত। ভারতের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট পেশাজীবীদের কাছে এ ভিসা খুবই জনপ্রিয়।

অভিবাসী নন (নন-ইমিগ্রান্ট) এমন ব্যক্তিদের ভিসা নবায়নের জন্য ভিসা প্রার্থীকেই যোগ্যতার সব প্রমাণ দিতে হবে। হিন্দুস্তান টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়।

১৩ বছরের বেশি পুরোনো এই নীতিমালা সম্পর্কে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ( ইউএসসিআইএস) জানায়, ২৩ অক্টোবর সর্বশেষ এই নতুন নিয়ম জারি করা হয়। সেখানে বলা হয়, আবেদনকারীকেই যোগ্যতা প্রতিষ্ঠার সব প্রমাণ দিতে হবে। ২০০৪ সালের ২৩ এপ্রিল ওই আইনে এটি প্রমাণের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সংস্থার।

আগের নীতিমালায় প্রাথমিকভাবে কাজের ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত ব্যক্তি পরে মেয়াদ বাড়াতে গেলে প্রথমবারের অনুমোদনই যথেষ্ট ছিল।

কিন্তু এখন প্রতিবারই তাকে কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে যোগ্যতার প্রমাণ দিতে হবে। প্রমাণ করতে হবে, তিনি যে আবেদন করেছেন, এ জন্য এখনো তিনি উপযুক্ত।

আমেরিকান ইমিগ্রেশন লইয়ারস অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট উইলিয়াম স্টক বলেন, নতুন এই নীতিমালা যারা অনেক দিন ধরে কাজের সূত্রে এখানে বাস করছেন তাদের জন্য। যারা নতুন করে ভিসার আবেদন করবে, তাদের জন্য নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com