1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নিজেই নিজেকে বিয়ে করলেন এক নারী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

নিজেই নিজেকে বিয়ে করলেন এক নারী

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৯৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
নিজেকে নিজেই বিয়ে করেছেন ইটালির ৪০ বছরের ফিটনেস ট্রেইনার ল্যরা মেসি।

বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জা, উৎসবের কোনোই কমতি ছিলনা। সাদা বিয়ের গাউন পরেছেন। তিন স্তরের কেক কেটেছেন। ৭০ জন অতিথি ছিলেন। কিন্তু বর কেউ ছিলনা।

“আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষের প্রথম ভালোবাসার মানুষ হওয়া উচিৎ সে নিজেই। একজন রাজপুত্র ছাড়াও পূর্নাঙ্গ একটি রূপকথা সম্ভব।”

বিশ্বের দেশে দেশে এখন নিজেকে বিয়ে করার বা ‘সোলোগামিতা’র প্রবণতা বাড়ছে।

গত মা মাসে ইটালির নেপলস শহরে নেলো রুগিয়েরো নামে এক পুরুষ নিজেকে বিয়ে করেছেন।
ল্যরা মেসি বলছেন, ১২টি প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাবার পর দুই বছর আগে তার ভেতরে সোলোগামিতার ধারনা গেঁড়ে বসে। সিদ্ধান্ত নেন, নিজেকেই তিনি বিয়ে করবেন।

“আমি আমার স্বজন বন্ধুদের বললাম, ৪০ বছরের জন্মদিনও যদি মনের মানুষ না পাই, আমি নিজেকেই বিয়ে করবো।”

“কোনোদিন যদি এমন পুরুষ পাই যার সাথে ভবিষ্যৎ গড়তে পারি, আমি খুশি হবো। তবে আমার সুখ কখনই তার ওপর নির্ভর করবে না।”

নিজেকে নিজেই বিয়ে করার প্রবণতা উত্তর আমেরিকাতেও ইদানীং বেশ দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রে ‘আই ম্যারিড মি (আমি আমাকে বিয়ে করেছি)’ নামে একটি ওয়েবসাইটে এ ধরণের বিয়ের সামগ্রী বিক্রি হচেছ।

কানাডায় ‘ম্যারি ইয়োরসেলফ ভ্যাংকুভার’ নামে একটি এজেন্সি এ ধরণের বিয়ে আয়োজনে গত একবছর ধরে কাজ করছে। তারা বলছে, একা মানুষের সংখ্যা বাড়তে থাকায় এ ধরণের ‘সোলো’ বিয়ের প্রবণতাও বাড়ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com