স্টাফ রিপোর্টার ঃ-জগগন্নাথপুরে রোববার পৃথক দুটি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামের লিলু মিয়া ও আশিকুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে রোববার সকালে আশিকুলের পক্ষের লোকজন বিরোধীয় জায়গায় ঘর নির্মাণ করতে গেলে। প্রতিপক্ষ লিলু মিয়ার পক্ষের লোকজন বাঁধা দেয়। এসময় উভয়পক্ষের ৫ জন আহত হন। আহতরা হলেন তেরাব আলী (৫০), সামদ আলী (৬০),গিয়াস উদ্দিন(৪২), সালেহ আহমদ (২৫) আব্দুল হক (১৬) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন হয়। এছাড়াও একটি গাড়ি ভাংচুর করা হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। অপরদিকে রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর নোওয়াগাঁও গ্রামের ইসলাম মিয়া ও তাহির মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ বাধে। এতে আহত হন তাহির মিয়ার পক্ষে খেলাফতি বেগম (৫০) ও জাহেদ মিয়া (১৭) আহত হন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসাদুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
Leave a Reply