1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
এককাপ অন্ধকার বারবার খেতে চাই- মো. অাব্দুল মতিন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

এককাপ অন্ধকার বারবার খেতে চাই- মো. অাব্দুল মতিন

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫০৭ Time View

( উৎসর্গঃসেদিনের অাড্ডার সাথীদের)

সুনামগঞ্জ পৌরবিপনী,মধ্যবিত্তের অাঙিনায়

জমে উঠেছিল এক সুন্দর অাড্ডা।

কবিতা,সাম্প্রতিকলেখা, রাজনীতি,সমাজভাবনা,

সাংস্কৃতিক প্রগতি;কাঠের বুকে লুকোনো

শব্দের মতো কিছু শব্দ।

অালো অন্ধকারে বিচ্ছিন্নতার ধোয়া;

অাবার গল্প জমে,জমে অাড্ডা ;

টান পড়ে চায়ের; দোকানী বলেন,চা বন্ধ!

কিছুদূর হাঁটা যাক; সামনে বামে, দাঁড়িয়ে চা খাওয়াহবে! কথাচলুক….জ্ঞানের ঝুলি মাথা থেকে মুখে!অন্ধকার, মধ্যরাতের অানাগুনা,অাকাশের

অালো অাঁধারী; নোবেল জয়ী কবি ওলসয়িঙ্কা

যেন কবিতায় বলছেন,’মনে হয় বৃষ্টিহচ্ছে’।

চায়ের কাপের অাড্ডা শেষ না হতেই সত্যি বৃষ্টি এল।

সিমাসি হিনি এসেবললেন,’অামার স্বচ্ছজলের ঘরে/পৃথিবীর প্রথম পাহাড়/বসন্ত বয়েযায় যেখানে/ চকচকে ঘাসের উপর/এনাহরিশ নরমঢালু পথে /ব্যঞ্জনবর্ণের স্বরবর্ণ তৃণ ভুমি’। সময়ে চলে অাড্ডা শেষ হয়না; প্রাণবন্ত নিঃস্বার্থ অাড্ডা। ফিরতে হবে অনেকদূর!

তবু মনচায়না; গ্যাব্রিয়েলা মিস্ত্রাল যেন বলছেন,চলতবে

যাই বনের ভেতর/তোমার মুখের লাগোয়া গাছেরা যাবে চলে/অারঅামি থেমে তোমায়তুলে দেব তাদের কাছে /

কিন্তু তারা হতে পারেনা অবনত।

অনেকরাত অনেক অন্ধকার। কবি মোহাম্মদ সাদিক এসে বললেন,’ অাজ তুমি এককাপ অন্ধকার খাবে ‘।

কবিশামস শামীম,কল্লোল তালুকদার,সহকর্মী এনামুল কবির অামার ছাত্র দোলন দেব সহ সমমনাদের সাথে

এককাপ অন্ধকার খাবার বাসনা বারবার জাগ্রত।

ভবিষ্যতে অার এককাপ অন্ধকার খাব…..।

লেখক-এম এ মতিন অধ্যক্ষ শাহজালাল মহাবিদ্যালয় জগন্নাথপুর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com