মানুষ চোখে দেখে পাখি,রমণী,
প্রজাপতি,তাজমহল,
দেশে -বিদেশে সূর্যোদয়;
ভালবাসার নামে সিঙ্গাপুরে,
বালি দ্বীপে,হেমারফেস্টে
বিলাসে কাটে সময়।
কেউ দেখে বিপন্ন মানবতা
দারিদ্র,অকিঞ্চন,অনাথ
প্রান্তিকের চোখে স্রস্টা ;
কেউ মারে অশক্ত কে
শক্তির সংখ্যাগুরু যন্ত্রে
কেড়ে নেয় মাথার ভিটা।
প্রিমিটিভ ক্যাপিটালিজম
ঘুরে ফিরে অাসে
গণতন্ত্রের ষোড়শী বন্দরে;
অামি দখিনা বাতাসে
পরখ করি অাস্ফালন
সব নিষ্ঠুররা এক সারিতে !
পাখার উপর ভরকরে পাখি
দলে দলে সানন্দে বেড়ায়
অপরূপ গোটা বিশ্বময় ;
ধর্ম,বর্ণ, ভাষায় স্বাধীন
বাঁধাহীন তারা কতো
মানুষ যেখানে মানুষের ভয়?
নাফনদীতে ভাসছে মানবতা
রুহিঙ্গা নামের লাশ
ভাসছে নোবেল’র লজ্জা;
সভ্যসমাজের অাদিমতা
ছাড়িয়ে গেছে অাজ
জানোয়ারের শাসন শয্যা !
লেখক: মো.আব্দুল মতিন
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,
শাহজালাল মহাবিদ্যালয়,
জগন্নাথপুর,সুনামগঞ্জ।
Leave a Reply