জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আমেরিকার জর্জিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নিহত হয়েছে। ওয়াশিংটনস্থ বাংলাদেশ মিশনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচাক আবিদা ইসলাম মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। জানান, স্থানীয় সময় গত ১৪ই আগস্ট সোমবার রাত ৮টার দিকে জর্জিয়ার অদূরে উইলকিংসন কাউন্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ইমতিয়াজ ইকরাম আলী (২৬) ও প্রাচিতা দত্ত টুম্পা (২৫)। তারা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। ওই ঘটনায় বাংলাদেশি আরেক শিক্ষার্থী ফারজানা সুলতানা টুসী গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে জর্জিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে তার সফল অস্ত্রোপচার হয়েছে। মহাপরিচালক জানান, হতাহত ওই ৩ শিক্ষার্থী- ইকরাম, প্রাচিতা ও ফারজানা শারলট থেকে ফ্লোরিডা যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে। ইকরাম-প্রাচিতার বন্ধু ফাইরুজ সাকিব তানজিম গণমাধ্যমকে জানান, দুই সপ্তাহ আগে ফারজানা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আসেন। দুই দিন আগে বাংলাদেশে তার বাবা মারা যান। এই খবর পেয়ে ফারজানা নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডায় তার বোনের বাসার উদ্দেশে রওনা দেন। শোকার্ত ফারজানার সঙ্গে দুই বন্ধু ইমতিয়াজ ও প্রাচিতা ছিলেন। ফাইরুজ জানান, ২০১১ সালে তারা চার বন্ধু ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শুরু করেন। পিএইচডি করতে তারা ২০১৬ সালের আগস্টে একসঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
Leave a Reply