1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হজ ফ্লাইটে আগুন, ৩১৩ হজযাত্রীর প্রাণ রক্ষা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

হজ ফ্লাইটে আগুন, ৩১৩ হজযাত্রীর প্রাণ রক্ষা

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৩২৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সৌদি এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও ফ্লাইট কয়েক ঘণ্টা বিলম্ব করা হয়। আগুনের ঘটনা তাৎক্ষণিক নজরে আসায় ৩১৩ জন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।

মঙ্গলবার (বেলা সোয়া ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, ৩১৩ জন হজযাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮১১ বোয়িং বিমানটি বেলা ১১টা ১৫ মিনিটের দিকে রানওয়েতে যাত্রা শুরু করে।

কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটিতে ধোঁয়া দেখতে পান রিজেন্ট এয়ারওয়েজের এক কর্মী, তিনি কন্ট্রোল টাওয়ারে এ বিষয়টি জানান।

বিষয়টি পাইলটকে জানানো হলে তিনি ইঞ্জিন বন্ধ করে দেন। পরে বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে নেয়।

শিডিউল অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও ফ্লাইটটি ছেড়ে যায় বেলা ১টা ৪৫ মিনিটে।

বিমানের মুখপাত্র শাকিল মেরাজ বলেন, এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে হজযাত্রীরা নিরাপদে রয়েছেন।

সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু ২৪ জুলাই থেকে, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। হজ পরবর্তী হাজিদের নিয়ে দেশে ফিরবে ৬ সেপ্টেম্বর। ফ্লাইট শেষ হবে ৬ অক্টোবর। বাংলাদেশ থেকে রাষ্ট্রয়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স-এ দুটি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com