জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মেক্সিকোয় শিশুদের জন্মদিনের উৎসবে মুখোশধারী এক লোকের হামলায় ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৭ জন নারী। ৪ জন পুরুষ।
বিবিসি ও এবিসি নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার ইদালগো রাজ্যের তিজাইউকা এলাকায় এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে পুলিশ তিনজন শিশুকে জীবন্ত অবস্থায় উদ্ধার করেছে। কিন্তু সেখানে ১১ জনকে হত্যা করা হয়েছে।
তাদেরকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।
বাড়ির বাইরে আবাসিক এলাকায় একটি তাঁবুর মধ্যে ওই জন্মদিনের উৎসবের আয়োজন করা হয়।
Leave a Reply