জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে প্রতিহিংসার জের ধরে ছাত্রলীগের অনুসারীরা এমসি কলেজ ছাত্রাবাস ফের ভাংচুর করেছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে রঞ্জিত সমর্থিত গ্রুপের টিটু চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা এ ভাংচুরের ঘটনা ঘটায়।
এ ঘটনার পরপর কলেজ কর্তৃপক্ষ সন্ধ্যা ৬টার মধ্যে সকল ছাত্রদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেয়।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম জানান, বিপুল সংখ্যক পুলিশ ছাত্রাবাসে মোতায়েন করা হয়েছে।
খবর পেয়ে এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, বুধবার রাত ১০টায় সঞ্জয় গ্রুপের অনুসারীরা ছাত্রাবাসে অস্ত্রের মহড়া দেয় এবং এর কিছু আগে টিলাগড় পয়েন্টে ছাত্রলীগ দুই গ্রুপের মারামারির ঘটনাও ঘটে। এতে আহত ছাত্রলীগ কর্মী রাহাত ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে এমসি কলেজ ছাত্রাবাসে ভাংচুর চালায় রঞ্জিত সমর্থিত গ্রুপের ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা।
ছাত্রাবাসের প্রথম ব্লকের ২টি কক্ষের দরজা-জানালা, ২য় ব্লকের একটি দরজা ও জানালা, শ্রীকান্ত ব্লকের ৬টি দরজা ও জানালা, ৫ম ব্লকের ১৪টি দরজা ও জানালা এবং ৪র্থ ব্লকের ১৬টি দরজা ও জানালা ভাংচুর করে তারা।
20 – Femme
Leave a Reply