1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সংসদে শীর্ষ ১০০ ঋণখেলাপির তালিকা প্রকাশ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:

সংসদে শীর্ষ ১০০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ২৯১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: এক লাখ ১১ হাজার ৩৪৭ কোটি টাকা খেলাপি ঋণের তথ্য ও শীর্ষ ১০০ ঋণখেলাপির তালিকা সংসদে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ প্রশ্নের জবাব দেন।

শীর্ষ ১০০ ঋণখেলাপির এই তালিকার মধ্যে দুজন ব্যক্তি ও বাকি সব প্রতিষ্ঠান। ওই দুই ব্যক্তি হলেন—মুজিবুর রহমান খান ও এমদাদুল হক ভুইয়া। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিসমিল্লাহ টাওয়েলস ও যমুনা অ্যাগ্রো কেমিক্যালের নাম দুইবার রয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) ডেটাবেজে রক্ষিত ২০১৭ সালের এপ্রিল মাস ভিত্তিতে এ হিসাব দেয়া হয়েছে।

শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠান

মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স, জেসমিন ভেজিট্যাবল, ম্যাক্স স্পিনিং মিলস, বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ, ঢাকা ট্রেডিং হাউজ, আনোয়ারা স্পিনিং মিলস, ইয়াসির এন্টারপ্রাইজ, কোয়ান্টাম পাওয়াস সিস্টেমস, এমএম ভেজিটেবল অয়েল প্রডাক্ট, আলফা কম্পোজিট টাওয়েলস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ম্যাক ইন্টারন্যাশনাল, হল মার্ক ফ্যাশন, মুন্নু ফেব্রিক্স, ফেয়ার ট্রেড ফেব্রিক্স, সাহারিশ কম্পোজিট টাওয়েল, নুরজাহান সুপার অয়েল।

সালেহ কার্পেট মিলস, এস কে স্টিল, চৌধুরী নীটওয়্যারস, রনকা শোয়েল কম্পোজিট টেক্সটাইল মিলস, টি এন্ড ব্রাদার নীট কম্পোজিট, তানিয়া এন্টারপ্রাইজ ইউনিট, রহমান স্পিনিং মিলস, এস স্পিনিং লাইন, হাজী ইসলাম উদ্দিন স্পিনিং মিলস, গ্রাম বাংলা এমপিকে ফার্টিলাইজার এন্ড অ্যাগ্রো ইন্ডাস্টিজ, টেলি বার্তা, কটন করপোরেশন, ভারগো মিডিয়া, সোনালী জুট মিলস, এক্সপার টেক, এমবিএ গার্মেন্টস এন্ড টেক্সটাইল, ওয়াল মার্ট ফ্যাশন, ওয়ান ডেনিম মিলস, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, হিমালয় পেপার এন্ড বোর্ড মিলস, এম কে শিপ বিল্ডার্স এন্ড স্টিলস, রনকা ডেনিম টেক্সটাইল মিলস।

ম্যাক শিপ বিল্ডার্স, বিশ্বাস গার্মেন্টস, মাস্টার্ড ট্রেডিং, হিন্দুল ওয়ালি টেক্সটাইল, ইসলাম ট্রেডিং কনসোর্টিয়াম, কাপিট্যাল বনানী ওয়ান, মেরিন ভেজিট্যাবল অয়েল, অর্জন কার্পেট এন্ড জুট ওয়েভিং, এ জামান এন্ড ব্রাদার্স, অরনেট সার্ভিসেস, দোয়েল অ্যাপারেল, আশিক কম্পোটিজ টেক্সটাইল মিলস, মুন বাংলাদেশ, মোস্তফা পেপার কমপ্লেক্স, এইচআর স্পিনিং মিলস, বিসমিল্লাহ টাওয়েলস, কেয়া ইয়ার্ন মিলস, তাবাসসুম এন্টারপ্রাইজ, অ্যাপেক্স ওয়েভিং এন্ড ফিনিশিং মিলস, দ্য ওয়েল টেক্স, ডেল্টা সিস্টেমস, জাহিদ এন্টারপ্রাইজ, হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংস্থা, নিউ রাখী টেক্সটাইলম মিলস, আলী পেপার মিলস, অল টেক্স ইন্ডাস্ট্রিজ, নর্দার্ন ডিস্টিলারিজ, লাকি শিপ বিল্ডার্স, যমুনা অ্যাগ্রো কেমিক্যাল, মাকসুদা স্পিনিং মিলস, শাপলা ফ্লাওয়ার মিলস, সিদ্দিক এন্ড কোম্পানী, যমুনা অ্যাগ্রো কেমিক্যাল, মনোয়ারা ট্রেডিং, একে জুট ট্রেডিং, মাহাবুব স্পিনিং।

আল আমিন ব্রেড এন্ড বিস্কুট, প্রফিউশন টেক্সটাইল, মা টেক্স, সুপার সিক্স স্টার শিপ ব্রেকিং ইয়ার্ড, টেকনো ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, বিসমিল্লাহ টাওয়েল, ন্যাম করপোরেশন, জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং এন্ড পিএ, সর্দার অ্যাপারেলস, জেড এন্ড জে ইন্টারন্যাশনাল, বিশ্বাস টেক্সটাইলস, মডার্ণ স্টিল মিলস, নিউ অটো ডিফাইন, অনিকা এন্টারপ্রাইজ, ডি আফরোজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ, মোবারক আলী স্পিনিং মিলস, আফিল জুট মিলস, রেজা জুট ট্রেডিং, আর কে ফুডস, আলফা টোবাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানী, ফেয়ার এক্সপো ওয়েভিং মিলস, কেয়ার স্পেশালাইজড হসপিটাল এন্ড রিসার্স সেন্টার, ফিয়াস এন্টারপ্রাইজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com