স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুনামগঞ্জ জেলা যুবলীগ আহ্বায়ক জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, জগন্নাথপুরে যে যুব জাগরন তৈরী হয়েছে তাতে আমরা অভিভূত। জগন্নাথপুরের যুবলীগ সমাজ বদলের রাজনীতি করে। টেন্ডারবাজি ও অস্ত্রবাজির রাজনীতি করেনা। তাই এদেরকে নিয়ে নান্দনিক সুনামগঞ্জের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। তিনি বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সুযোগ্য পুত্র তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশের ভিশিন বাস্তবায়নে যে যুব জাগরন তৈরী হয়েছে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি সকলের মতামত ও তৃণমুলের নেতাকর্মীদের আশা আঙ্কার প্রতিফলন ঘটিয়ে খুব শ্রীঘ্রই উপজেলা যুবলীগের কমিটি ঘোষনা করা হবে উল্লেখ করে বলেন, আমরা সবাইকে নিয়ে যুবলীগের একটি কমিটি ঘোষনা করব। গঠনতন্ত্র মোতাবেক এবার কমিটি হবে ৭১ সদস্য বিশিষ্ট । কমিটিতে যারাই স্থান পাবে সবাইকে নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, বিএনপি জামাত জোট দেশে একটি অরাজক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে রাজনীতির নামে যুব সমাজকে ধ্বংস করে দিয়েছিল। আমরা তা থেকে যুব সমাজকে ফিরিয়ে এনে সুস্থ ধারার রাজনীতির চচ্চা শুরু করেছি। মানুষ এসব সুস্থ ধারার রাজনীতি দেখে রাজনীতির প্রতি আশাবাদী হয়েছে। সুনামগঞ্জের যুব রাজনীতিবীদরা মডেল হিসেবে সারা দেশে কাজ করবে। তাই এধারাকে এগিয়ে নিতে হবে। শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা যুবলীগের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা যুবলীগ সদস্য জগন্নাথপুর উপজেলার টিম লিডার আতিকুর রহমান আতিকের এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ, মীরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাহাব উদ্দিন পাটলী ইউনিয়নের আহ্বায়ক রাসেল চৌধুরী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের আহ্বায়ক সুজাত মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক, সৈয়দপুর শাহারাপাড়া ইউনিয়নের আহ্বায়ক জাহাঙ্গীর মিয়া, পাইলগাঁও ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক কয়ছর রশীদ,আশারকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা আলাউদ্দিন প্রমুখ। সভায় ইউনিয়নের কাউন্সিলরবৃন্দ সর্বসন্মতিক্রমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ ও জগন্নাথপুরের কৃতিসন্তান জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের ওপর কমিটি গঠনের দায়িত্ব দিলে। নের্তৃবৃন্দ জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের উপর কমিটি গঠনের দায়িত্ব দিলে তিনি শ্রীঘ্রই কমিটি ঘোষনার আশ্বাস দেন।
Leave a Reply