জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নিউ ইয়র্কের মাউন্ট হোপ ডিসট্রিক্টের ব্রনক্স ব্রাউয়ে অবস্থিত ব্রনক্স-লেবানন হাসপাতালের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীর গুলিতে কয়েকজন আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের ভেতর হঠাৎ ডাক্তারের পোশাক পরা একটি ব্যক্তি হাতে রাইফেল নিয়ে গুলি করতে থাকে। তবে পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় সময় ১৪টা ৪৫ মিনিটে এ গোলাগুলি শুরু হয়।
পুলিশ বন্দুকধারীকে শনাক্ত করতে পেরেছে। হেনরি বেলো নামের ওই ব্যক্তি হাসপাতালের সাবেক ডাক্তার ছিলেন।
এ ঘটনায় পুলিশ স্থানীয়দের আপাতত এ এলাকা পরিহার করার পরামর্শ দিয়ে টুইটারে স্ট্যাটাস দিয়েছে।
ফায়ার ডিপার্টমেন্টের এক কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে তিন জন ডাক্তার গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্দুকধারী ব্যক্তি বেশ লম্বা ও পাতলা। তার শরীরে নীল রঙের জামা ও সাদা রঙের ল্যাবরেটরির কোট পরা ছিল।
এদিকে, পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না করায় হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না।
Leave a Reply