জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম #
জগন্নাথপুর পৌরশহরে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন। রোববার রাতে ২টি ব্যবসা প্রতিষ্টানে চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, শহরের ব্যস্ততম পৌর পয়েন্টস্থ আবাসন টেডিং করপোরেশন নামক একটি ব্যবসা প্রতিষ্টানের চালের টিন কেঁটে চোরেরা ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে দোকান মালিক আব্দুল জববার জানিয়েছে। একই রাতে ওই দোকানের পাশ্বের মের্সাস মদিনা এন্টারপ্রাইজ নামক আরেকটি ব্যবসা প্রতিষ্টানে অনুরূপভাবে চুরির ঘটনা ঘটেছে।
মের্সাস মদিনা এন্টারপ্রাইজ এর মালিক আব্দুল মুকিত জানান, গত এক সপ্তাহের মধ্যে ৩ বার আমার ব্যবসা প্রতিষ্টানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ২৫ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামালসহ আমার প্রযোজনীয় কাগজ পত্র চোরেরা চুরি করে নিয়ে গেছে।
জগন্নাথপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, চুরির ঘটনা রোধ করতে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply