জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ ইরাকি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে মিশিগান অঙ্গরাজ্যের এক ফেডারেল আদালত। সোমবার অন্তত ১০ জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত রাখার আদেশ দেন মার্কিন ডিস্ট্রিক্ট জাজ মার্ক গোল্ডস্মিথ। ্ওই অবৈধ ইরাকিদের বেশিরভাগই সেখানকার সংখ্যালঘু খ্রিস্টান, সুন্নি মুসলিম ও ইরাকি কুর্দি যারা ইরাকে সংখ্যালঘু। ইরাকে ফেরত পাঠানো জলে তারা নির্যাতন ও হত্যার শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন সিভিল লিবার্টিস ইউনিয়ন। গোল্ডমিথের আদেশে ফেরত পাঠানোর তালিকায় থাকা মিশিগান অঙ্গরাজ্যের ১১৪ জন ইরাকিকে আপাত সুরক্ষা দেবে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ৪শ ৪৪ জন ইরাকিদের ফেরত পাঠানোর আদেশ রয়েছে। এদের মধ্যে ১৯৯ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মতো অপরাধের অভিযোগ রয়েছে। দেশটির ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট তাদের সরানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এটা থামাতে শনিবার একটি অভিযোগ দাখিল করে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন। তাদের সমর্থনেই রায় দেন মার্কিন ডিস্ট্রিক্ট জাজ মার্ক গোল্ডস্মিথ। মিশিগানের ডেট্রোয়টে থাকা ইরাকির সংখ্যা ১১৪। ডিস্ট্রিক্ট বিচারক গোল্ডস্মিথের স্থগিতাদেশ কেবল তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ইরাকিদের যুক্তরাষ্ট্রের এই আদেশে ডেট্রোয়েটের ১১৪ জন ইরাকির ফেরত যেতে হচ্ছে না। সিভিল লিবার্টিস ইউনিয়ন জানায়, ইরাকে ফিরে গেলে তারা নির্যাতনের শিকার হতে পারেন। এমনকি মৃত্যুরও আশঙ্কা রয়েছে তাদের। কারণ তাদের অনেকেই চালডিয়ান ক্যাথলিক, সুন্নি মুসলিম ও ইরাকি কুর্দি। তাদের সঙ্গে একমত পোষণ করেন গোল্ডস্মিথও। তিনি জানান, ‘এমন ঘটনা সরকার চায় না। তাই তাদের সরানো ঠিক হবে না।’
বৃহস্পতিবার মিশিগানে ইরাকিদের সরানোর জন্য দুই সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিলেন গোল্ডস্মিথ। নির্যাতন ও হত্যার আশঙ্কাতেই এই আদেশ দিয়েছিলেন তিনি। সোমবার এসে সেই সময়সীমা বাড়ানোরই নির্দেশ দিলেন তিনি। তিনি জানান, এই আদেশ যুক্তরাষ্ট্রের সকল ইরাকিদের জন্য প্রযোজ্য।
Leave a Reply