জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডে লাইফ সাপোর্ট মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। এসময় লাইফ সাপোর্টে থাকা রোগীদেরকে অন্য ইউনিটে সরিয়ে নেয়া হয়। মঙ্গলবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা রাস্তায় বেরিয়ে পড়েন।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, র্যা ব ও পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি।
আইসিইউ ইউনিটের প্রধান প্রফেসর ডা. ফজলুল হক খান পাঠান জানান, সকাল হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ধোঁয়া আচ্ছন্ন পড়ে পড়ে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানোর পর লাইফ সাপোর্টে থাকা ৬জন রোগিকে অন্যত্র সরিয়ে নেয়া হয়।
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে লাইফ সাপোর্টের কয়েকটি মেশিন ও এসিসহ বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশ ক্ষতিসাধিত হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply