জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ব্রিটেনের নিউক্যাসলে একটি খেলার মাঠে ঈদ উদযাপন অনুষ্ঠানে ভিড়ের উপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় তিন শিশুসহ ছয়জন আহত হয়েছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে ওয়েস্টগেট স্পোর্টস সেন্টারে এ ঘটনা ঘটে।
আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তবে এটা সন্ত্রাসী হামলার ঘটনা নয় বলেই বিশ্বাস নর্থআম্রিয়া পুলিশের।
পুলিশ জানায়, এ ঘটনায় ৪২ বছরের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, “আমি যতদূর বুঝতে পেরেছি তাতে মনে হয়েছে, ঈদের নামাজ শেষে করে এক নারী তার গাড়ি নিয়ে চলে যাচ্ছিলেন। আমার বিশ্বাস তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান।”
নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র বলেন, “সকাল সোয়া ৯টার দিকে ৯৯৯ এ ফোন দিয়ে আমাদের একটি গাড়ি দুর্ঘটনার কথা জানানো হয়।”
“আমরা ছয়জনকে হাসপাতালে নিয়েছি। আহতদের মধ্যে তিন জন প্রাপ্তবয়স্ক এবং তিনটি শিশু রয়েছে।”
Leave a Reply