জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের কঠোর ব্রেক্সিট পরিকল্পনা আটকে দিতে জোটবদ্ধ হচ্ছেন হাউস অব কমন্সের এমপি ও হাউস অব লর্ডসের সদস্যরা। রানী দ্বিতীয় এলিজাবেথের পার্লামেন্ট ভাষণের পর তেরেসা মে বলেছেন, তিনি যদি তার কঠোর ব্রেক্সিট প্রস্তাবের পক্ষে সমর্থন না পান, তাহলে ব্রেক্সিট পরিকল্পনা ব্যর্থ হতে পারে। কিন্তু তাকে এ বিষয়ে সতর্ক করেছে তার নিজ দল কনজারভেটিভের এমপি ও অন্য পার্টির এমপিরা। কঠোর ব্রেক্সিট পরিকল্পনার বিরোধিতা করবেন তারা। খবর দ্য ইনডিপেন্ডেন্টের।
এমনিতেই এখন হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসে ক্ষমতাসীন দল কনজারভেটিভদের সংখ্যাগরিষ্ঠতা নেই। অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর এখনও হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত হয়নি। এ অবস্থায় হাউস অব লর্ডসে বিদ্রোহীরা ইঙ্গিত দিয়েছেন, তারা দেশের ক্ষতি হয় এমন যে কোনো কঠোর ব্রেক্সিট বন্ধ করতে সর্বশক্তি ব্যবহার করবেন। স্কটিশ জাতীয়তাবাদীরা বলেছেন, তেরেসা তাদের দাবি পূরণে ব্যর্থ হলে সরকারের ব্রেক্সিটবিষয়ক মূলধারণা থেকে সরে দাঁড়াবে তারা। একই রকম হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্রোহীরা।
Leave a Reply