জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লড়াই। জিতলেই ফাইনাল- এমন ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ড। বুধবার হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে পাকিস্তান। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
কার্ডিফের সোফিয়া গার্ডেনে দলের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমিরকে ছাড়াই মাঠে নেমেছে পাকিস্তান। ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে পড়েছেন আমির; তার জায়গায় একাদশে ঢোকা রুম্মান রইসের ওয়ানডে অভিষেক হয়েছে। অন্যদিকে ফাহিম আশরাফের জায়গায় একাদশে ঢুকেছেন লেগস্পিনার শাদাব খান।
ইংল্যান্ড একাদশে একটি পরিবর্তন এসেছে। অফফর্মে থাকা জেসন রয়ের পরিবর্তে একাদশে ঢুকেছেন জনি বেয়ারস্টো।
ভারতের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। তবে পরের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় সরফরাজ আহমেদের দল।
অন্যদিকে টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। বাংলাদেশকে হারিয়ে শুভসূচনা করার পর ইংলিশরা জয় পেয়েছে পরের দুটি ম্যাচেও। টানা তিন জয়ের সুখস্মৃতি নিয়ে ফাইনালে ওঠার মিশনে মাঠে নেমেছে এউইন মরগ্যানের দল।
পাকিস্তান একাদশ: আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, রুম্মান রইস, শাদাব খান, হাসান আলি ও জুনায়েদ খান
ইংল্যান্ড একাদশ: অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড ও জ্যাক বল।
Leave a Reply