স্টাফ রিপোটার: সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও হবিবপুর কেশবপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ বলেছেন, পবিত্র আল-কোরআন হচ্ছে জ্ঞান অর্জনের সর্বশ্রেষ্ট গ্রন্ত্র। আধুনিক শিক্ষা ব্যবস্থায় আল-কোরআনের বিকল্প নেই। মানুষের পরিপূর্ন জীবন ব্যবস্থা এ মহাগ্রন্ত্রে ফুটে উঠেছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হলে আমাদেরকে আল-কোরআন ও হাদিছ শিক্ষা অর্জন করতে হবে। তিনি বলেন, আমরা যদি কোরআন হাদিছের সঠিক শিক্ষা লাভ করতে পারি তাহলে আমাদের সমাজ আলোকিত হবে উঠবে। তিনি শিক্ষক অভিভাবক শিক্ষার্থীদের আল-কোরআনের জ্ঞান অর্জনের মধ্যে আধুনিক সঠিক গঠনে আহবান জানান। তিনি গতকাল মঙ্গলবার জগন্নাথপুর পৌরএলাকার হবিবপুর-কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল (¯œাতক) ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস উপলক্ষে মাদ্রাসার হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ফয়েজ উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিম। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহিন, প্রভাষক আব্দুর রউফ, মাওঃ আব্দুল করিম ফারুকী, মাদ্রাসার সহকারী শিক্ষক আলী হোসাইন, ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী শেখ জাবের আহমদ। অনুষ্টানে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী হাফিজ জালাল আহমদ, নাতে রাসুল পরিবেশন করেন শিক্ষার্থী কাওসার আহমদ ও কেরাত পরিবেশ করেন শিক্ষার্থী হাফিজ আব্দুস সালাম।
Leave a Reply