স্টাফ রিপোর্টার:- ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত বাঙ্গালি জাতির মুক্তির সনদ ৬দফা দাবি। তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পৌর আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক শুকুর আলী ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুল হাই, পৌর আওয়ামী লীগ নেতা প্যানেল মেয়র শফিকুল হক শফিক, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সদস্য জামাল মিয়া তালুকদার, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিপাল কান্তি দে দ্বীপাল, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা যুবলীগ নেতা পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, রুমেন আহমদ প্রমূখ।