জগন্নাথপুর টুয়েন্টিফোর #-
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইভটিজিংয়ের অভিযোগে ভ্রাম্যমান আদালত এক যুবককে ২ মাসের কারাদন্ড দিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর এ দন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আজিমপুর গ্রামের এবর মিয়ার পুত্র রাজু মিয়া (২৫) একই গ্রামের মৃত ইয়াবর মিয়ার কন্যা কে কিছু দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে মেয়েটিকে উত্তক্ত্য করার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে থানা পুলিশে সোর্পদ করে। পরে ভ্রাম্যমান্য আদালত বসিয়ে তাকে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়।
Leave a Reply