1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সন্ত্রাসী মনে করে ৩ মাসের শিশুকে লন্ডনের মার্কিন দূতাবাসে তলব ! - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

সন্ত্রাসী মনে করে ৩ মাসের শিশুকে লন্ডনের মার্কিন দূতাবাসে তলব !

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৩৬৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: তিন মাস বয়সী ব্রিটিশ শিশু হার্ভে কেনিয়ন-কেয়ার্নস। প্রথম বিদেশ সফর হিসেবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার কথা ছিল তার। হার্ভের ভিসা মকুবের ফর্মটিও পূরণ করা হলো। কিন্তু বিপত্তি বাঁধালেন তার দাদা পল কেনিয়ন। ফর্মে ভুল করে শিশুটিকে সন্ত্রাসী হিসেবে শনাক্ত করে ফেলেন তিনি। আর দাদার সেই ভুলকে সত্যি ভেবে বসল মার্কিন দূতাবাস।
অর্থাৎ, কখনও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল কিনা এমন একটি প্রশ্নের উত্তরে টিক চিহ্ণ দিতে গিয়ে ভুল করে না এর জায়গায় হ্যাঁ হয়ে গেল। আর তাতে চোখ আটকে গেল লন্ডনস্থ মার্কিন দূতাবাসের। শিশুটির বয়স বিবেচনা না করে তাকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হলো। তাকে ভ্রমণের অনুমতি দেওয়া হলো না। কেবল তাই নয়, দূতাবাসে তাকে সাক্ষাতের জন্যও ডাকা হলো।
নাতিকে ভ্রমণের অনুমতি না দেওয়ার পরই দাদা জানতে পারেন কী হয়েছে। একে খুব সাধারণ ভুল উল্লেখ করে মার্কিন দূতাবাসের আচরণের বিরুদ্ধে ক্ষোভ জানান তিনি। পল কেনিয়ন বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না এটি যে একটি সাধারণ ভুল ছিল তা তারা দেখতে পায়নি এবং তিন মাসের শিশু যে কারও ক্ষতির কারণ হতে পারে না তাও তারা বিবেচনায় নেয়নি।’
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, তিন মাসের শিশুটিকে তার পয়েনটন এলাকার বাড়ি থেকে লন্ডনের গ্রসভেনর স্কয়ারের দূতাবাসে নিয়ে যাওয়া হয়।
দাদা পল কেনিয়ন জানান, সাক্ষাৎকারের সময় হার্ভে একবারের জন্যও কান্না করেনি।
ভিসা জটিলতার কারণে শেষ পর্যন্ত নাতিকে সঙ্গে নিয়ে যেতে পারেননি পল কেনিয়ন। নির্ধারিত সময়ে স্ত্রী ক্যাথি ও নাতনি আভাকে নিয়ে রওনা করতে হয়েছে তার। আর কয়েকদিন পর বাবা-মায়ের সঙ্গে আলাদাভাবে যেতে হয়েছে হার্ভেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com