স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার বেলা দুই টার দিকে দু;পক্ষের সংর্ঘষে ৮ জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এলাকবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে উমা বিশ্বাস ও অধির বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হন। আহতদের মধ্যে বাবুল বিশ্বাস (২৮), অধির বিশ্বাস (৫৮), গোপাল বিশ্বাস (৪৫), তাপস বিশ্বাস (১৯), হরলাল বিশ্বাস (৬৫), সুহাসিনী বিশ্বাস (৩৫), উমা চরণ বিশ্বাস (৪৫), শ্রীকান্ত বিশ্বাস (৩০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন-অর-রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সংঘর্ষের খবর আমরা পাইনি। খোজ নিয়ে দেখব।
Leave a Reply