স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সম্মেলনে সুনামগঞ্জের ১৬’শ দায়িত্বশীল প্রতিনিধি অংশ নিচ্ছেন। বুধবার বেলা ১১ টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের এই সম্মেলনকে ঘিরে সুনামগঞ্জের ১১ উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের উকিলপাড়াস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এই উপলক্ষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দলীয় নেতা হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, দলীয় নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জুনেদ আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মলয় চক্রবর্তী রাজু প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘সিলেটের সম্মেলনে ১৬০০ প্রতিনিধি অংশ নেবেন। মঙ্গলবার ধর্মপাশা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা আওয়ামী লীগের নেতা ছানাউর রহমান ছানা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলামিন চৌধুরী, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ এবং সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মলয় চক্রবর্তী রাজু নিজেদের ইউনিটগুলোর ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকের প্রতিনিধি কার্ড বুঝে নিয়েছেন।’
কার্ড বিতরণ প্রসঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম বলেছেন,‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমন কার্ড বিতরণ করার সময় দায়িত্বশীল অনেককেই ডাকেননি। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমি, আমাকে কার্ড দেবার সময় ডাকা হয়নি।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘বিভিন্ন ইউনিটের কার্ড বিতরণ হয়েছে। সকলেই বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে আসবেন।’ সূত্র সুনামগঞ্জের খবর
Leave a Reply