সুহেল হাসান:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে সাচায়ানী নন্দিরগাঁও ২য় প্রিমিয়ারলীগের ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্টিত হয়েছে ।গতকাল বিকেল ৩ঘটিকায় হযরত আবুবকর মাদরাসার মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয় । ফাইনাল খেলায় অংশগ্রহন করে সুপারস্টার সাচায়ানী ও ইপান সায়ের স্পোটিং । সুপারস্টার সাচায়ানী টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়, নির্ধারীত ২০ওভারে ১৪০ রান সংগ্রহ করে সুপারস্টার সাচায়ানী । সুপারস্টারের ১৪১ রানের চ্যালেঞ্জ তারা লক্ষ করতে নেমে শুরুতে ধাক্ষা কায় ইফান সায়ের স্পোটিং, বিপর্যয় সামাল দিয়ে ওপেনার তাকবীরের ৬০রানের ইনিংসে জয় চিনিয়ে আনে ইফান সায়ের স্পোটিং । ফাইনাল ম্যাচে ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তাকবীর হোসেন, টুর্নামেন্ট উদীয়মান প্লেয়ার তওকীর আহমদ, টুর্নামেন্ট সেরা বোলার আব্দুল মুহিত, সেরা ব্যটসম্যান রেদোয়ান হোসেন এবং টুর্নামেন্ট সেরা তাকবির হোসেন নির্বাচিত হয়েছেন । পুরষ্কার বিতরনী অনুষ্টানে উপস্তিত ছিলেন প্রবাসী মুকিত মিয়া, অগ্রযাত্রা ক্রিকেট ক্লাবের সভাপতি রাসেল বক্স, ক্যাপটেন রোমেন চৌধুরী, আব্দুল লতিফ, ফারুক মিয়া, রফিক মিয়া, জলিল মিয়া প্রমূখ ।
Leave a Reply