জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ইরানে ঘরে তৈরি আতশবাজি বিস্ফোরণে একই পরিবারের সাত জন নিহত হয়েছেন। দেশটিতে পার্সিয়ান নববর্ষকে সামনে রেখে এক কিশোর তার ঘরে আতশবাজি তৈরি করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের
ইরানের সরকারি কর্মকর্তারা জানান, প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদেবিল নগরীর একটি বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে।
এ ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত জন। এছাড়া এতে একজন গুরুতর ও তিন জন সামান্য আহত হয়েছেন। নিহত সাত জনের পাঁচ জনই কিশোর, অন্য দু’জন হলেন মধ্যবয়সী এক দম্পতি।
পার্সি বছরের শেষ বুধবার ইরানে ঐতিহ্যগতভাবে আতশবাজির উৎসব হয়। উৎসবটি শাহারশানবেহ্সুরি হিসেবে পরিচিত। এ বছর পার্সিয়ান নববর্ষ নওরোজ অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ।
Leave a Reply