স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ৮নং আশারকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিটাভরাং গ্রামের মাল্টিপারপাস ইউনিট গ্রুপের মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা গতকাল সম্পন্ন হয়েছে। খেলা পরিচালনা কমিটির সভাপতি শেখ মোঃ মনির উল্লাহর সভাপতিত্বে ও তাজুল ইসলাম রিপন এবং সামাদ খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি (মাপসাস) সিলেট বিভাগের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড মেম্বার আলাল মিয়া, মবশ্বির আলী, আনোয়ার খান, বাবুল মিয়া, আবরু মিয়া, আফরস মিয়া, সিলেট পোস্ট এর ফটো সাংবাদিক রমজান আলী, নুরুল ইসলাম, মখলিছ মিয়া, শাহনুর প্রমূখ।
খেলা শেষে বিজয়ী ৬২টি টিমের মধ্যে ১ম স্থান অর্জনকারী ফাস্টরাউন্ড স্পোটিং ক্লাবকে একটি ডায়ান ১০০ সিসি মোটরসাইকেল এবং ২য় স্থান অর্জনকারী ডেঞ্জার খান স্পোটিং ক্লাবকে একটি কম্পিউটার সেটা ও ৬টি ক্লাবকে ৬টি পুরস্কারসহ খেলোয়ারদের হাতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ।
Leave a Reply